ENGLISH  |  ARABIC  |  NNBDJOBS  |  BLOG
ব্রেকিং নিউজ

প্রেস বিজ্ঞপ্তি

১৪ নভেম্বর ২০২১, ১২:১১

মসজিদ মুসলিম উম্মাহর সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু : ড. খলিলুর মাদানী

22090_51421.jpeg
বাংলাদেশ মসজিদ মিশন এর জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী বলেছেন, মসজিদ মুসলিম উম্মাহর সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। সংস্কার সমাজ, সমাজ উন্নয়ন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মাদকতা ও সন্ত্রাস সহ সকল ধরণের অপরাধ নির্মূল করে আদর্শ-সম্প্রীতি সমাজ গঠনের লক্ষ্যে ইমাম-খতীবদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, সেই ইমামের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

শনিবার দুপুর ২টায় বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা জেলার (দক্ষিণ) ইমাম-খতীবদের ‘লিডারশিপ ইমাম ট্রেনিং’ এ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জেলার প্রধান উপদেষ্টা মাওলানা দেলাওয়ার হোসাইন,অধ্যক্ষ শাহিনুল আলম, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা তাকরীম হোসাইন প্রমূখ।